আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সমীর দে‘র নির্বাচনী পথা সভা

আলমডাঙ্গা বেলগাছী ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সমীর কুমার দে‘র নির্বাচনী পথা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর বুধবার ২ নং ওয়ার্ডের ফরিদপুর বাজারের নির্বাচনী অফিসের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুদ্দিন সোনা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী।
এসময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে সমীর বাবু আপনাদের সাথে কাধে কাধ মিলিয়ে দলের জন্য কাজ করেছেন। কাজ করেছেন এলাকার মানুষের জন্য। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আত্মনিয়োগ করেছেন। তার সে পরিশ্রম যেন ব্যর্থ না হয়, বঙ্গবন্ধুর স্বপ্ন যেন ব্যর্থ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। নৌকা প্রতীক আমাদের দলীয় প্রতীক। এ প্রতীক মর্যাদা অক্ষুন্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধান বক্তা ছিলেন বেলগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সমীর কুমার দে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আমজাদ হোসেন মহুরী, বিশিষ্ঠ ব্যবসায়ী লিটন মিয়া।
ইউনিয়ন আওয়ামীলীগের ত্রান বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিঠুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের নেতা আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, নাজমুল হক বাবলু, উপজেলা মৎস্যজীবিলীগের যুগ্ম আহব্বায়ক রোকজনুজ্জামান পল্টু প্রমুখ।