আলমডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর পর্ণগ্রাফি আইনে দায়ের করা মামলায় স্বপন আলী গ্রেফতার

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর পর্ণগ্রাফি আইনে দায়ের করা মামলায় পুলিশ স্বপন আলী নামের এক বিবাহিত যুবককে গ্রেফতার করেছে। স্বপন আলী আলমডাঙ্গা উপজেলার নগর বোয়ালিয়া গ্রামের শাহাদত হোসেন ওরফে সাধুর ছেলে।
এজাহার দায়েরের পর ২ নভেম্বর সোমবার দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করেছে।
এজাহারসূত্রে জানা যায়, স্বপন আলী (৩৫) দুই বছর পূর্বে একই গ্রামের প্রবাসী বাবুল হোসেনের স্ত্রী শামিমা আক্তার বিলকিসের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে তারা শারীরিক সম্পর্ক জড়িয়ে পড়েন। সে সময় প্রেমিক স্বপন আলী তাদের শারীরিক সম্পর্ক স্থাপনের ভিডিও ও ছবি গোপনে ধারণ করে রাখেন।
পরবর্তীতে সে সকল ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার হুমকি দিয়ে দফায় দফায় ৬ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেন। গত ১ নভেম্বর আবারও এক লাখ টাকা দাবি করেন।
আপত্তিকর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার হুমকি দিয়ে প্রায় অর্থ দাবি করায় অতিষ্ঠ হয়ে প্রবাসীর স্ত্রী গত ২ নভেম্বর আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেন। পরে হাটবোয়ালিয়া ফাঁড়ি পুলিশ স্বপন আলীকে গ্রেফতার করে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে স্বপন আলীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর পরই সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।