সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৩ বারের চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টুর মনোনয়ন জমা

আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পরপর তিনবারের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আমিরুল ইসলাম মন্টু।
তিনি মনোনয়ন দাখিলের শেষদিন ২ নভেম্বর মঙ্গলবার বিকেলে নেতাকর্মীদের সাথে নিয়ে হারদী ও বেলগাছী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্র্যাক্টর আনারুল ইসলামের নিকট মনোনয়নপত্র জমা দেন। তিনি তরুন বয়স থেকেই বেলগাছি ইউনিয়ন পরিষদের সাথে জড়িয়ে আছেন।
তিনি তরুন বয়সে পরপর তিনবার পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর তিনি পরপর তিনবার চেয়ারম্যান নির্বাচিত হন। আসন্ন নির্বাচনে তিনি দলীয় প্রতীক নৌকা প্রাপ্তি থেকে বঞ্চিত হন। আমিরুল ইসলাম মন্টু বলেন, তিনি নির্বাচন করবেন না বলে মনস্থির করেন। কিন্ত কর্মী সমর্থকদের চাপে তিনি মনোয়নপত্র জমা দিয়ে নির্বাচনের মাঠে থাকার সিদ্ধান্ত বাধ্য হন।
এসময় উপস্থিত ছিলেন রবিউল মেম্বর, ওয়াসিম, বাবুল মেম্বর, শফি মেম্বর, জাহাঙ্গীর মেম্বর প্রমুখ।