আলমডাঙ্গার হারদী ইউনিয়নে দলীয় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলামের মনোনয়নপত্র জমা
আলমডাঙ্গার হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি ১ নভেম্বর সোমবার দুপুরে হারদী ও বেলগাছী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্র্যাক্টর আনারুল ইসলামের নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন।
নূরুল ইসলাম পর পর দুইবার হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি হারদী এস এম জোহা ডিগ্রী কলেজসহ বহু সনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা।
মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন হাজী মো: আব্দুল আজিজ, আইয়ুব আলী, হারদী মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মনিরুজ্জামান, মীর সামছদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ওমর খৈয়ম, শামসুল ইসলাম, চয়েন আলী, রুবেল ইসলাম, কাকন মোল্লা, আনারুল ইসলাম, কামরুল ইসলাম, শহর আলী প্রমুখ।