মনোনয়নপত্র জমা দিলেন জামজামি ইউনিয়নের দলীয় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম

মনোনয়নপত্র জমা দিলেন আলমডাঙ্গার জামজামি ইউনিয়ন পরিষদের দুই দুইবারের চেয়ারম্যান ও আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম। নজরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আইয়ুব হোসেনের ছেলে।
ইতোপূর্বে তিনি পর পর দুই দুই বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১ নভেম্বর সোমবার তিনি জামজামি ও খাসকররা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারীর নিকট মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, জেলা পরিষদের সদস্য তপন বিশ^াস, মারুফ, ইসলাম, উৎপল প্রমুখ।