ডাউকি ইউনিয়নে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী তরিকুল ইসলামের মনোনয়নপত্র জমা

ডাউকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েক শতাধিক নেতাকর্মিদের সাথে নিয়ে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী তরিকুল ইসলাম ২য় বারে মত মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১ নভেম্বর সোমবার বেলা ১১টার দিকে হাউসপুর দলীয় অফিস থেকে কয়েকশতাধিক নেতাকর্মিদের এক বিশাল র্যালি নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্তরে উপস্থিত হন।
পরে তিনি কালিদাসপুর ও ডাউকি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসারের প্রতিনিধি সম্প্রসারন অফিসার ডা. বায়েজিদ খন্দকারের নিকট মনোনয়ন পত্র জমা দেন। তরিকুল ইসলাম ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ঠিকাদার ব্যবসায়ী। ২০২০ সালে ডাউকি ইউনিয়নের উপনির্বাচনে দলীয় নৌকা প্রতিক নিয়ে চেয়ানম্যান পদে জয় লাভ করেন।
মনোনয়নপত্র জমাদান কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম দিপু, আওয়ামীলীগ নেতা খবির উদ্দিন, আনসার আলী, শরিফুল ইসলাম জোয়ার্দ্দার, খালেক মিয়া, ইজাল উদ্দিন, মুনায়েম সরকার, খাইরুল ইসলাম চুন্নু, আনিস মেম্বর, মকবুল হোসেন, জাহিদুল ইসলাম জডেন প্রমুখ।