আলমডাঙ্গার হারদী ইউনিয়নে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশিকুজ্জাামান অল্টুর মনোনয়নপত্র জমা

আলমডাঙ্গার হারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আশিকুজ্জামান অল্টু মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১ নভেম্বর সোমবার দুপুরের নির্বাচনে হারদী ও বেলগাছী ইউনিয়নের রিটার্নিং অফিসার উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনারুল ইসলামের নিকট মনোনয়নপত্র জমা প্রদান করেন।
এর পূর্বে তিনি তার হারদী ইউনিয়নের কয়েকশ নেতাকর্মি ও সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোডাউন র্যালি নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে মডেল সরকারি প্রাথমিক স্কুল প্রাঙ্গণে উপস্থিত হন। পরে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন জমা দেন। আশিকুজ্জামান অল্টু হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী।
মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আইনাল হক, সহসভাপতি আব্দুর রউফ শিলু, লাল মোহাম্মদ জোয়ার্দ্দার, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট ফারুক হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মাস্টার, মারফত আলী, ক্রীড়া সম্পাদক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব দেলোয়ার হোসেন বেল্টু, সদস্য কামাল উদ্দিন মনি, ওয়ানুর রহমান প্রমুখ।