ভাংবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সোহাগের মনোনয়নপত্র জমা

ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েক শতাধিক নেতাকর্মিদের সাথে নিয়ে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী নাহিদ হাসনাত সোহাগ মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১ নভেম্বর সোমবার দুপুরে শতাধিক নেতাকর্মিদের এক বিশাল র্যালি নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় নির্বাচন অফিস চত্তরে উপস্থিত হন।
পরে তিনি দলের সিনিয়র নেতাকর্মিদের সাথে নিয়ে কুমারী, ভাংবাড়িয়া ও জেহালা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার এমএজি মোস্তফা ফেরদৌসের নিকট দলীয় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।
নাহিদ হাসনাত সোহাগ ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মরহুম আসাবুল হক ঠান্ডুর ছেলে।
মনোনয়নপত্র জমাদান কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা খোশদেল আলম, সাধারন সম্পাদক সাজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা আশরাফুজ্জামান নান্নু, বিল্লাল হোসেন, সুমন মন্ডল, ওলিউর রহমান, আনিসুজ্জামান, আব্দুস সাত্তার, আহের মন্ডল প্রমুখ।