কালিদাসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের মনোনয়নপত্র জমা
কালিদাসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেতাকর্মিদের সাথে নিয়ে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৩১ অক্টোবর রবিবার দুপুরে কালিদাসপুর নিজ অফিস থেকে কয়েকশ নেতাকর্মিদের র্যালি নিয়ে রিটার্নিং অফিসের সামনে উপজেলা এরশাদ মঞ্চে এসে উপস্থিত হন।
পরে তিনি দলের সিনিয়র নেতাকর্মিদের সাথে নিয়ে কালিদাসপুর ও ডাউকি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহির কাফির নিকট দলীয় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। জয়নাল আবেদীন কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ।
মনোনয়নপত্র জমাদান কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোল্লা কামর”জ্জামান শামীম, সহসভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান জমির, ধর্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, মনির উদ্দিন, আইয়ুব মেম্বার, শমসের আলী, শামীম রেজা সেন্টু, রবিউল হক যুবলীগ নেতা আরিফ, বিল্লাল প্রমুখ।