আলমডাঙ্গার জেহালা ইউনিয়নে দলীয় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হান্নানের মনোনয়নপত্র জমা
আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান হান্নান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি ৩১ অক্টোবর রোববার দুপুরে উপজেলা নির্বাচন অফিসে তার মনোনয়নপত্র জমাদান করেন।
এরপূর্বে দলীয় নেতাকর্মিদের নিয়ে নৌকা প্রতিকের প্রার্থী হাসান উজ্জামান হান্নান নির্বাচন অফিসে উপস্থিত হয়। পরে তিনি ভাংরাড়িয়া, কুমারী ও জেহালা ইউনিয়নের রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএজি মোস্তফা ফেরদৌসের নিকট মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামী লীগ নেতা নজর”ল ইসলাম জোয়ার্দ্দার সোনা মিয়া, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, ফজলুল হক, ইসলাম উদ্দিন, আনছার আলী মাষ্টার, আওয়ামী লীগ নেতা লিটন চৌধুরী, আঃ আজিজ, মতিয়ার রহমান, জাহান আলী, লাবলু চৌধুরী প্রমুখ।