আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাবুলের মনোনয়নপত্র জমা
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৩১, ২০২১
141
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
আলমডাঙ্গা ডাউকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে সোহানুর রহমান বাবুল মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি ৩১ অক্টোবর দুপুরে কালিদাসপুর ও ডাউকি ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহির কাফির নিকট সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।
সোহানুর রহমান বাবুল ডাউকি গ্রামের মৃত আইয়ুব আলী মুন্সির ছেলে। সোহানুর রহমান বাবুল উচ্চ শিক্ষিত ও একজন সফল ব্যবসায়ী । তিনি এরশাদপুর একাডেমি থেকে এসএসসি, আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি ও ডিগ্রী পাশ করেন। রাজশাহী সরকারি কলেজ থেকে মাস্টার্স করেন।
তিনি বেসরকারি শিক্ষক নিবন্ধন পাশ করেছেন। বর্তমানে তিনি আইন বিষয়ে অধ্যায়নরত। তিনি ডাউকি ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের নিকট দোয়া ও সমর্থন চেয়েছেন।