আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামীমের মনোনয়নপত্র জমা

আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে এসএম গোলাম সরোয়ার শামীম মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি ৩১ অক্টোবর রোববার দুপুরের নির্বাচনে হারদী ও বেলগাছী ইউনিয়নের রিটার্নিং অফিসার উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনার”ল ইসলামের নিকট মনোনয়নপত্র জমা প্রদান করেন।
এর পূর্বে তিনি তার কর্মি সমর্থকদের নিয়ে নির্বাচন অফিস প্রাঙ্গণে উপস্থিত হন। পরে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন জমাদেন।
এসময় উপস্থিত ছিলেন বদর উদ্দিন বিশ্বাস ভাদু মন্ডল কবি আ,ফ,ম সিরাজ সামজী, জগলুল আরেফিন,রিকাত আলি মন্ডল , সুজাউল হক মনা মন্ডল,জুরোন মালিতা,সাজিবার মালিতা,নান্টু বিশ্বাস,দেলোয়ার হোসেন,মকবুল মাস্টার, হামজা ডাক্তার,গিয়াস মন্ডল,,মনিরউদ্দিন মন্ডল,মান্নান মন্ডল, রসিদুল মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ইজ্জত আলি, সাহাদত মন্ডল, সোহরাব মন্ডল, সিতাব আলি মন্ডল।