আলমডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ¯স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় আলমডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর শনিবার সকাল ১১ টার সময় আলমডাঙ্গা থানা পুলিশের আয়োজনে উপজেলা এরশাদ মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। প্রধানপৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং উপজেলা সমন্বয় কমিটির আহব্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমযডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবীদ গোলাম সরোয়ার মিঠু, কমিউনিটি পুলিশিং উপজেলা সমন্বয় কমিটির সদস্য সচিব উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, কমিউনিটি পুলিশিং পৌর সমন্বয় কমিটির সদস্য সচিব ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম।
সাংস্কৃতিক সম্পাদক শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান রুন্নু, আবু সাঈদ পিন্টু, আমিরুল ইসলাম মন্টু, মাসুদ পারভেজ, তরিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, মোল্লা কামরুজ্জামান শামীম, সমীর কুমার দে, খন্দকার আব্দুল বাতেন, বিল্লাল গলি, খাসকররা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ লাল মল্লিক, বণিক সমিতির কোষাধ্যক্ষ আলা উদ্দিনসহ কয়েকশ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য বৃন্দ।