বেলগাছী ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সমীর কুমার দে‘র গণসংযোগ

আলমডাঙ্গা বেলগাছী ইউনিয়নের নৌকা প্রতিকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সমীর কুমার দে‘র ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেন। তিনি ৩০ অক্টোবর শনিবার সকার থেকে সন্ধ্যাবদি বেলগাছী ইউনিয়নের ফরিদপুর ৩ নং ওয়ার্ডের ট্যাংরামারিপাড়া, মাঠপাড়া ও স্কুলপাড়ার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিকে ভোট চান।
এসময় ৩ নং ওয়ার্ডের ভোটারা স্বতঃস্ফূর্ত দল বেধে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সমীর কুমার দে‘র সাথে গণসংযোগকে যোগ দিয়ে সাধারন ভোটারদের কাছে নৌকা প্রতিকের ভোট চান এবং নৌকা প্রতীককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগকালে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সমীর কুমার দে বলেন, আমি সারাজীবন সুখদুঃখে আপনাদের সাথে থেকেছি। বাকী জীবন আপনাদের সাথে থাকতে চায়। আমাকে দূরে সরিয়ে রাখবেন না, বুকে জড়িয়ে রাখুন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিজেকে আত্মনিয়োগ করেছি। নৌকা প্রতীক আমাদের দলীয় প্রতীক। আওয়ামী লীগের মর্যাদার প্রতীক।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, সোনা মিয়া, আব্দুর রাজ্জাক, অহিদুল, আমিন উদ্দিন, লাবলু, মিলন, অরবিন্দু হালদার, সকুমার হারদার, হারান, টিপু সুলতান, মিলন, রবিউল, উৎপল দত্ত, মজ্জেম আলী, হাসান, হাবিল উদ্দিনসহ শতাধিক কর্মি ও সমর্থক।