ডাউকি নৌকার সমর্থককে মারধর : চেয়ারম্যান তরিকুল ইসলামকে গুলি করার হুমকি

নির্বাচনী প্রচারণাকালে আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী তরিকুল ইসলামকে গুলি করার হুমকি ও তার কর্মিকে মারধর করার অভিযান উঠেছে বক্সীপুরের জেকের আলীর (৪৫) বিরুদ্ধে। এ ব্যাপারে হামলার শিকার ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক খালেক মিয়া আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগসুত্রে জানা গেছে, কাউকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান তরিকুল ইসলাম গতকাল সন্ধ্যায় তার সমর্থক ও কর্মিদের নিয়ে বক্সীপুর গ্রামে গণসংযোগে যায়। সে সময় বক্সীপুর গ্রামের মৃত আইন উদ্দিন বিশ্বাসের ছেলে জাহিদ হাসান ওরফে জেকের আলী তার সাঙ্গপাঙ্গ নিয়ে তাদের পথ আটকায়।
এক পর্যায়ে জেকের আলী চেয়ারম্যান তরিকুল ইসলামের কর্মি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেককে বেধড়ক পেটায়। এমনকি চেয়ারম্যান তরিকুল ইসলামকে গুলি করার হুমকি দেয়। এ ঘটনায় রাতে খালেক মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।