আলমডাঙ্গার আন্দবাস গ্রামের গৃহবধুর বিষপানে আত্মহত্যা
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ২৮, ২০২১
186
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
আলমডাঙ্গার আন্দবাস গ্রামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। ২৭ অক্টোবর রাতে স্বামীর উপর অভিমান করে সে বিষপান করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । ২৮ অক্টোবর সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল গ্রামের জহুরুল আলীর মেয়ে সুমাইয়া খাতুনের প্রায় ৭ মাস আগে বাড়াদি ইউনিয়নের আনন্দবাস গ্রামের কাসেম আলীর ছেলে জুয়েল হোসেনের সাথে বিয়ে হয়। ২৭ অক্টোবর রাতে সুমাইয়া তার স্বামীর উপর অভিমান করে বিষপান করে।
পরে জানাজানি হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ২৮ অক্টোবর সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে আলমডাঙ্গা থানায় এবিষয়ে একটি অপমৃত্যু দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে বন্ডবিল গ্রামের লাশ দাফন করা হয়েছে।