১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালীতে পুলিশের বাঁধা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ২৭, ২০২১
102
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। তবে পুলিশের বাঁধায় র‌্যালী করতে না পারেনি দলটি। বুধবার দুপুরে শহরের কলাবাগান এলাকা থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি কলাবাগান মোড় এলাকায় পৌঁছারে পুলিশ তাদের বাঁধা দেয়।

এতে র‌্যালীটি পন্ড হয়ে যায়। পরে নেতাকর্মীরা শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হয়। পরে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহŸায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ।

বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক আখতারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, থানা বিএনপির আহŸায়ক মুন্সী কামাল আজাদ পান্নু। উপস্থিত ছিলেন জেলা যুব দলের সহ-সভাপতি আরিফুল ইসলাম আনন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল বাশার বাশি, যুবদল নেতা মনিরুল ইসলাম, কামরুজ্জামান গামা, আবুল কালাম আজাদ, সোহেল রানা, জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা। এসময় বক্তারা, সামনের দিনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের করার আহŸান জানান। শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram