অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মহেশপুর সীমান্তে আটক ৩
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ২৬, ২০২১
115
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ জনকে আটক করেছে বিজিবি। সীমান্তের শুন্য লাইন থেকে মাটিলা বিওপির বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, বিনাপাসপোর্টে অবৈধভাবে ভারতে যওয়ার সময় ৩ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, রংপুরের মিঠাপুকুর উপজেলার বালোপাড়া গ্রামের মোঃ নুর ইসলাম (২৩), তার স্ত্রী রিতা বেগম (১৯) ও একই উপজেলার আশকরপুর গ্রামের মোছাঃ মর্জিনা বেগম (২৩)। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে।