ঝিনাইদহে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ২৬, ২০২১
81
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে ‘সুশাসনের জন্য নাগরিক’সুজনের উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে নাগরিক সংলাপে অংশ নেন বিভিন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।
সুজন জেলা শাখার সভাপতি আমিনুর রহমান টুকু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই নাগরিক সংলাপে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার সভাপতি ডা: মুন্সী রেজা সেকেন্দার, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, পরিবেশবিদ মাসুদ আহম্মেদ সঞ্জুসহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধার চর্চার বিকল্প নেই। তাই শুদ্ধাচার পালনে সকলকে এগিয়ে আসতে হবে।