আলমডাঙ্গার চিলাভাল্কি গ্রামে ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ২৫, ২০২১
87
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গার চিলাভাল্কি গ্রামে ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে ইজাল আলী নামের এক শ্রমিকের। ২৫ অক্টোবর সোমবারে বেলা ১১ টার দিকে এ করুন মৃত্যুর ঘটনা ঘটে।
জানাগেছে, উপজেলার খাসকররা ইউনিয়নের রায়সা গ্রামের সানবান্দাপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে ইজাল আলী(৫০) শ্রমিক হিসেবে চিলাভাল্কি গ্রামের আহাদ আলীর গাছ কাটতে যান। প্রথমে তিনি গাছে উঠে ডাল কাটতে থাকেন। ডাল না ভাঙ্গায় পা দিয়ে তিনি কাটা ডালে লাথি মারেন।
এসময় তিনি গাছ থেকে টিউবয়েলের উপর পড়ে যান। পরে তাকে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়।