আলমডাঙ্গায় মাওলানা আবু সাঈ মুহাম্মদ ওমর আলী (রাহ)র জন্ম মাসে তাঁর অনুদিত বই বিতারন
আলমডাঙ্গায় মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী (রাহ)র জন্ম মাসে তাঁর অনুদিত বই বিতারন করা হয়ছে। ১৮ অক্টোবর হ্যামলেট ক্যাফেতে এক অনুষ্ঠানের মাধ্যমে আলমডাঙ্গার লেখক, শিক্ষক, সাংবাদিকসহ সুধীজনের হাতে মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী (রাহ.) অনূদিত 'মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো?' বইটি তুলে দেওয়া হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি প্রভাষক আমিরুল ইসলাম জয়, বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান লিটল আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শরাফত হোসেন রাসেল, কথাশিল্পী পিন্টু রহমান, ডা. শাফায়েতুল ইসলাম হিরো, আনন্দধাম জামে মসজিদের খতিব মাওলানা ইমদাদুল হক খতীব প্রমুখ। অনুষ্ঠানে এ বইটির উপর পাঠচক্রের সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, বইটির অনুবাদক মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী (রাহ.) ১৯৪৫ সালের ১ অক্টোবর আলমডাঙ্গা উপজেলার কাবিলনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বইটির মূল লেখক বিগত শতাব্দীর ইসলামি দুনিয়ার অবিসংবাদিত ব্যক্তিত্ব সাইয়িদ আবুল হাসান আলী নদভী (রাহ.) এর বাংলাদেশের সর্বজ্যেষ্ঠ খলীফা।