আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থিতা চেয়ে আবেদনপত্র জমা দিয়েছেন তাছফির আহমেদ
আলমডাঙ্গা ব্যুরো: আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থিতা চেয়ে আবেদনপত্র জমা দিয়েছেন আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাছফির আহমেদ। ১৬ অক্টোবর শনিবার দলীয় নির্দেশনা মোতাবেক তিনি খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু ও সাধারন সম্পাদক বিল্লাল গনির নিকট আবেদনপত্র জমা দেন।
তাছফির আহমেদ লাল মল্লিক ২০০২ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত খাসকররা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে আলমডাঙ্গা উপজেলা যুবলীগের ১ নং যুগ্ম আহব্বায়ক হিসেবে সংগঠনের দায়িত্ব পালন করছেন।
তাছফির আহমেদ লাল মল্লিক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাসকররা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতিকে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন পত্র জমা দিয়েছেন।