৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থিতা চেয়ে আবেদনপত্র জমা দিলেন চেয়ারম্যান নূরুল ইসলাম

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ১৬, ২০২১
95
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থিতা চেয়ে আবেদনপত্র জমা দিয়েছেন আলমডাঙ্গার হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম। ১৬ অক্টোবর শনিবার বেলা ১২ টার সময় হারদী এমএস জোহা কলেজের সামনে থেকে কয়েকশ নেতাকর্মি ও সমর্থকদের সাথে নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে উপস্থিত হন।

এসময় দলীয় নির্দেশনা মোতাবেক তিনি হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুজ্জামান ওল্টু ও সাধারন সম্পাদক আইনাল হকের নিকট আবেদনপত্র জমা দেন। নূরুল ইসলাম পর পর দু টার্ম হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি হারদী এমএস জোহা ডিগ্রী কলেজসহ নিপ্পন জোহা এডুকেশন কমপ্লেক্সের অন্যতম প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা।

আবেদনপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন - শেখ আব্দুস সাত্তার সফু মেম্বর, ওমর খৈয়াম, আকছেদ মাস্টার, সোনা মালিথা, আনসার মালিথা, হাজী আব্দুল আজিজ, আব্দুর রশিদ মনা, মহিদুল ইসলাম, রবিউল ইসলাম, আখেরুজ্জামান খান, শহর আলী, আব্দুস সালাম, সজল, শাহারুল, জেকের আলী, ইকলাচ, ইউপি সদস্য খাইরুল আলম, হরজ, আজিজুর রহমান হীরক মেম্বর, মুনতাজ আলী, ফরিদ উদ্দিন, শাহনুর রহমান টিপু, মুনজিল, মুনসুর আলী চেঙ্গিস, সাবেক মেম্বর জিল্লুর রহমান, নিজাম, মুস্তাক, সেরেকুল, সাহারুল, শরিফুল, মারফত, মহিদুল, বিল্লাল, আমিরুল, সেলিম, সাহাবুদ্দিন, হাফিজ মাস্টার, সুজন, মহিবুুল, যুবলীগ নেতো সাহাঙ্গীরসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram