প্রকাশ্যে ধুমপান করা সেই টেকনোলজিস্টকে কারণ দর্শানোর নোটিশ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খালি গায়ে নারীদের শরীরে করোনার টিকা দেওয়া ও কেন্দ্রে বসে প্রকাশ্যে ধুমপান করা সেই মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শহিদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এই নোটিশ প্রদান করেন।
রোববার যুগান্তরে খালি গায়ে নারীদের দিচ্ছেন করোনার টিকা, করছেন ধূমপান শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর কর্তৃপক্ষ এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জনায়।
শোকজের বিষয়ে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, তিনি মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ ঘটনায় অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জবাব পেলে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এরপর শহিদুল ইসলামের নোটিশের জবাব ও তদন্ত কমিটির প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।