আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মুজিব বর্ষের প্রতিশ্রæতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই ¯েøাগানকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, বিদায়ী সহকারী কমিশনার ভ‚মি হুমায়ন কবীর, নবাগত সহকারী কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত তুহিনুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার অমিয় কুমার বিশ^াস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন প্রমুখ। পরে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ষ্টেশনের পক্ষ থেকে অগ্নি নির্বাপণ ও আগুন নেভানোর কৌশল দেখানো হয়।