গোবিন্দপুর গোরস্থানপাড়ার গৃহবধুর আত্মহত্যার ঘটনায় ধুম্রজালের সৃষ্টিঃ
আলমডাঙ্গায় গোবিন্দপুর গোরস্থানপাড়ায় নাজেরা খাতুন নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। তবে তার বিষপানের ঘটনা রহস্যজনক বলে প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা জানিয়েছে। স্বামীর পরোকীয়ার জেরে বেশ কিছু দিন ধরেই স্বামী-স্ত্রী ও মৃতের মেয়েদের মধ্যে চরম অশান্তি ও কলহ চলছিল। এরই মধ্যে ১২ অক্টোবর মঙ্গলবার সকালে গৃহবধু নাজেরা খাতুন বিষপান করেছেন বলে এলাকায় প্রচার হয়।
আত্মহত্যা না, তাকে হত্যা করা হয়েছে অভিযোগ তুললে নাজেরার ভাইদের সাথে ওই পরিবারের সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটে। এরপরই পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার ৬ নং ওয়ার্ড গোবিন্দপুর গোরস্থানপাড়ার রাজমিস্ত্রি বিশারত আলীর স্ত্রী ৩ কন্যা সন্তানের জননী নাজেরা খাতুন(৪০) বিষপানে আত্মহত্যা করেছে। আত্মহত্যা না, মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে বলে এলাকায় নানা গুঞ্জন উঠেছে। বিষ খাওয়ানোর পর তাকে জোর করে পানি ও জর্দা দিয়ে পান খাওয়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে তাকে বিষ উঠানোর জন্য নিয়ে স্থানীয় পল্লি চিকিৎসকের নিয়ে গেলে তার মৃত্যু হয়।
মৃত গৃহবধূর আত্মীয় স্বজনরা জানায়, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝামেলা হতো । বেশ কয়েক বার নাজেরা খাতুন আত্মীয় স্বজনের নিকট তার স্বামীর সাথে কুমারী এলাকার একটি মেয়ের পরকীয়ার সম্পর্ক আছে বলে জানিয়েছিল। আত্মীয় স্বজনদের অনেকের দাবি – বিশারত আলী বেশ কিছুদিন আগেই পরকীয়া প্রেমিকাকে বিয়ে করেছে। এ বিষয়টি সে গোপন করছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, মৃত মহিলার মেয়ে বাদী হয়ে প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মালমা দায়ের করেছেন। পরে ময়নাতদন্তের রিপোর্ট পেলে সে অনুযায়ী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।