চুয়াডাঙ্গায় ফ্রিফায়ার গেম খেলার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কলেজ ছাত্রকে পিটিয়ে জখম
ফ্রিফায়ার গেম খেলার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার ছয়ঘরিয়া গ্রামে কলেজ ছাত্র আল মামুন শুভকে পিটিয়ে গুরুতর জখম করেছে বন্ধুরা। তার বুক, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জিারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গা ছয়ঘরিয়া গ্রামের মোষতলা মাঠের বাগানে এ ঘটনা ঘটে।
আহত কলেজ ছাত্র আল মামুন শুভ(১৯) চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের পশ্চিমপাড়ার শুকুর আলির ছেলে ও সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
জানা যায়, শনিবার বিকালে চুয়াডাঙ্গা ছয়ঘরিয়া গ্রামে পশ্চিমপাড়ার আল মামুন শুভ ও তার চাচাতো ভাই মনিরুল ইসলামের সাথে একই পাড়ার সজিব, রাজিব, ডালিম এবং রিফাতের সাথে ফ্রিফায়ার গেম ও জিমেইল এ্যাকাউন্টের পাওনা টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এরপর উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়।
এরই জের ধরে মঙ্গলবার দুপুরে আল মামুন শুভ ভ্যান গাড়িতে করে কলেজে যাচ্ছিল। পথিমধ্যে সজিব, রাজিব, ডালিম, রিফাতসহ বেশ কয়েক জন মিলে আল মামুন শুভকে মোষতলার মাঠের একটি বাগানে তুলি নিয়ে বাটাম ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। অজ্ঞান অবস্থায় সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহাসিন বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।