আলমডাঙ্গার পারদূর্গাপুর গ্রামে মোজাম্মেল হকের নির্বাচনী মতবিনিময় সভা
আলমডাঙ্গার কুমারী ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি ইউনিয়ন যুবলীগেন সভাপতি মোজাম্মেল হক নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। তিনি ১১ অক্টোবর সোমবার বিকেলে ইউনিয়নের পারদূর্গাপুর গ্রামে এ মতবিনিময় সভায় মিলিত হন।
মত বিনিময় সভায় মোজাম্মেল হক বলেন,আমি আজকে অত্যন্ত আনন্দিত হয়েছি দুর্গাপুর গ্রামবাসীর উপর। আমাকে গতকাল বললো আপনাকে নিয়ে আমরা গ্রামবাসী একটু বসবো। আজকে দেখছি জনসভায় রুপান্তরিত হয়েছে। এজন্য আমার পক্ষ থেকে গ্রামবাসীকে আন্তরিক শুভেচ্ছা। আমি আশা করি এই দুর্গাপুরের মাটি দুর্গাপুরের মানুষ সবাই আমার কাছের মানুষ।
আত্মীয়তার সুত্রে এই গ্রামে আমার বাল্যকাল থেকে যাওয়া আসা। সামনে আসন্ন নির্বাচনে আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্তে আগামী ৫ টি বছর যেনো আপনারা সুখে শান্তিতে থাকতে পারেন এমন মানুষকেই নির্বাচিত করবেন। তিনি বলেন, নির্বাচন আসছে। অনেকেই বলছে আপনি নৌকা প্রতিক নিয়ে আসেন। আমি মনে করি চারিদিকে যা দেখছি, তাতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকেই নৌকা প্রতিক দেবেন বলে আশা করি। কারণ আমি দলের কখনো নৌকার বিরুদ্ধে আমি যাইনি। গত উপজেলা নির্বাচনে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নৌকার প্রার্থী ছিলেন, আমি নৌকার পক্ষে ভোট করেছি,অনেকেই নৌকার বিরুদ্ধে কাজ করেছিল। আমি মনে করে তারা নৌকার দাবীদার নয়।
আলামিন হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মতিয়ার রহমান, আব্দুল হোসেন, সোহানুর রহমান সোহান, মাসুদ রানা, মজিবুল হক, আরাফাত হোসেন, খইবার রহমান প্রমুখ।