আলমডাঙ্গা হাটবোয়ালিয়ার মরহুম মোহাম্মদ আলী মন্ডল স্মরণে আলোচনা ও দোয়া

হাটবোয়ালিয়া প্রতিনিধি : আলমডাঙ্গা হাটবোয়ালিয়ার নতুন কুড়ি আইডিয়াল স্কুলে মরহুম মোহাম্মদ আলী মন্ডলের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় হাটবোয়ালিয়া নতুন কুঁড়ি আইডিয়াল স্কুলের শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রীবৃন্দের আয়োজনে স্কুল মাঠে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় মরহুম মোহাম্মদ আলী মন্ডলের জৈষ্ঠ্য পুত্র নতুন কুঁড়ি আইডিয়াল স্কুলের সভাপতি আসমান হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে স্মৃতি চারণ আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার।
বিশেষ অতিথি ছিলেন হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও মেহেরপুর পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি জিনারুল ইসলাম বিশ^াস, নতুন কুঁড়ি আইডিয়াল স্কুলের পরিচালক মহাবুল ইসলাম, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি নাহিদ হাসনাত সোহাগ, প্রয়াত মোহাম্মদ আলী মন্ডল এর কনিষ্ঠ পুত্র ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন রেজা।
হাটবোয়ালিয়া নতুন কুঁড়ি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ২ সাহাবুল ইসলাম সন্টূ উপস্থাপনায় ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান নান্নু, হাটবোয়ালিয়া ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ইনচার্জ কামরুল হাসান সোহেল, শিক্ষক আকমল হোসেন, মাওলানা মাহাবুল হক,বাদল রশিদ, আব্দুল মান্নান, আব্দুল আলীম, জাফর মেম্বার,খোকন আলী, আব্দুল কুদ্দুস, নুরমোহাম্মদ,রায়তাল হক, ও দোয়া পরিচালনা করেন নতুন কুঁড়ি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক সাহাবুল ইসলাম ওয়াসিম।