৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তেল চুরির দায়ে কালীগঞ্জের মেসার্স এলকে প্রামানিক তেল পাম্পের মালিক ইন্দ্রজিৎ ভট্টাচার্য্যকে জরিমানা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৭, ২০২১
128
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- তেল চুরি ও ওজনে কারচুপির দায়ে ঝিনাইদহের কালীগঞ্জে মেসার্স এলকে প্রামানিক তেল পাম্পের মালিক ইন্দ্রজিৎ ভট্্রাচার্য্যকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ অফিস।

বুধবার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি ভ্রাম্যমান টিম অভিযান চালিয়ে এই জরিমানার টাকা আদায় করেন। অভিযানকালে দেখা যায় মেসার্স এলকে প্রামানিক পেট্রোল পাম্পে পাচ লিটার তেল নিয়ে ৩৮০ মিলিলিটার তেলের মূল্য বেশি দিতে হচ্ছে ভোক্তাকে। পরিমাপে কারচুপির অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিক ইন্দ্রজিৎ ভট্্রাচার্য্যকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সার্বিক সহযোগিতা করেন জেলার সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram