ভোক্তাধিকার অধিদপ্তরের সহায়তায় আলমডাঙ্গার দরিদ্র ভ্যান চালক পেল নতুন ব্যাটারি
আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় দরিদ্র পাখিভ্যান চালক পেল নুতন ব্যাটারি। নুতন ব্যাটারি লাগিয়ে চার্জ না থাকলে দোকান দারকে জানলে সে কোন ব্যবস্থা করেনি। পরে ওই দরিদ্র ভ্যান চালক অভিযোগ করে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরে। একই দিনে শহরের ভ্রাম্যমান অভিযান চালিয়ে ৪ চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে। মূল্যতালিকা প্রদর্শন না করায় বুধবার বিকেলে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানে চাউলের আড়তে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে আলমডাঙ্গার মেসার্স আজিবার ট্রেডার্সের স্বত্বাধিকারী মুক্তার আলিকে ৩ হাজার টাকা, মেসার্স আনারুল ট্রেডার্সের মালিক আনারুল ইসলামকে ১হাজার টাকা, উর্মি ট্রেডার্সের মালিক আব্দুর রহমানকে ২হাজার টাকা, আল্লাহর দান খাদ্য ভাÐারের মালিক সজীবকে ২ হাজার টাকা ও আহসান উদ্দিন ছোটবাবুকে ২হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে আনন্দধাম এলাকায় এক পাখিভ্যানের ব্যাটারির দোকান থেকে এক দরিদ্র ভ্যান চালক ব্যাটারি ক্রয় করে। পরে ওই ব্যাটারিতে চার্জ না থাকায় দরিদ্র পাখি ভ্যান চালক দোকান দারকে জানালে তিনি তাকে চার্জার লাগাতে বলেন। দরিদ্র ভ্যান চালক চার্জার লাগিয়েও কোন কাজ না হওয়ায় তিনি ভোক্তাধিকার অধিপ্তরের অভিযোগ করে।
পরে ৬ অক্টোবর চুয়াডাঙ্গার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ ওই দোকানে অভিযান চালিয়ে পাখি ভ্যান চালককে পুনরায় নতুন ব্যাটারি লাগিয়ে দেন। ভ্রাম্যমান আদালতের সহযোগিতায় ছিলেন এসআই তারিফসহ একদল পুলিশফোর্স।