ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য দিবস উপলক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্টিত
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৬, ২০২১
78
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- “তথ্যের অধিকার, সুশাসনের অঙ্গীকার, তথ্যই শক্তি, তথ্যই মুক্তি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে গোলটেবিল বৈঠক অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের আহার রেষ্টুরেন্টে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সুজনের সভাপতি আমিনুর রহমান টুকু, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মিথিলা পারভীনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ সচেতন মহল বক্তব্য রাখেন।
বক্তারা, তথ্য অধিকার আইনের প্রয়োগের বাস্তবতা, চ্যালেঞ্জ ও করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন। সেসময় সরকারি-বেসরকারী দপ্তরের তথ্য সংগ্রহের ব্যপারে বিভিন্ন আইনী ব্যাখা প্রদাণ করেন।