১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে র‌্যাবের হাতে ৯ জুয়াড়ী আটক, জুয়া খেলার সারঞ্জামাদি উদ্ধার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৫, ২০২১
88
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার কুশাবাড়ীয়া বাজার এলাকা থেকে ৯ জুয়াড়ীকে আটক করেছে র‌্যাব-৬। এসময় জুয়া খেলার সারঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কুশাবাড়ীয়া বাজারে কিছু ব্যক্তি জুয়া খেলছে।

এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। সেসময় কুশাবাড়িয়া বাজারের নিশান জিশান সিজান ফার্নিচার দোকানের সামনে থেকে জুয়াড়ীরা পালানোর চেষ্টাকালে ৯ জনকে আটক করে। আটককৃতরা হলো-ধনঞ্জয়পুর গ্রামের আসামী আব্দুল গফুরের ছেলে মজনু (৩৬), আফছার মোল্লার ছেলে আলমগীর (৩০), টিকারী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হারুন মোল্লা (৪০),

শমশের জোয়ার্দ্দারের ছেলে মাজেদুল ইসলাম (৩৫), নারবাড়িয়া গ্রামের সামছদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৪৫), সোবহানের ছেলে উজ্জল (২৩), সমশপুর গ্রামের নাসির বিশ্বাসের ছেলে আফাঙ্গীর (২৫), সোনাতনপুর গ্রামের সদরদ্দিন বিশ্বাসের ছেলে রাজা বিশ্বাস (৩৫) ও মাগুরা সদর উপজেলার তেঘরিয়া গ্রামের সিরাজুল মোল্লার ছেলে নাজমুল মোল­া (৪০)। এসময় তাদের কাছ থেকে ২ প্যাকেট তাস, নগদ ৫৯ হাজার ৬’শ ৫৮ টাকাসহ মালামাল উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram