আলমডাঙ্গা পৌরসভাসহ উপজেলার ৩৮ টি পূজা মন্ডপে নগত অর্থ প্রদান করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা পৌরসভাসহ উপজেলার ৩৮ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নগত অর্থ প্রদান করলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ৪ অক্টোবর দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা শেষে এ নগত অর্থ প্রদান করেন। এসময় তিনি বলেন, সনাতন ধর্মাম্বলীদের সংখ্যালঘু না ভেবে দেশের একজন নাগরিক হিসেবে নির্ভয়ে তাদের দুর্গোৎসব পালনের আহবান জানান। তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার, তাই সম্প্রীতি, সৌহার্দ বজাই রেখে শান্তিপূর্ণভাবে একে অপরে ধর্ম পালন করতে হবে। সেই সঙ্গে তিনি উপজেলার সর্ব-স্তরের সনাতন ধর্মের সবাইকে শারদীয়া দূর্গা পূজার শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা আওয়ামীলীেেগর সহসভাপতি প্রশান্ত অধিকারী, বন ও পরিশেষ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, আনিসুজ্জামান মল্লিক, বিশিষ্ঠ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও জেলা পরিষদের সদস্য আবু মুসা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী রবিউল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম।
উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক তপন কুমার বিশ^াাসের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, সাধারন সম্পাদক বিশ^জিৎ সাধুখাঁ, পৌর পূজা উৎযাপন কমিটির সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, পৌর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক পলাশ আর্চয্য, রথযাত্রা উৎযাপন কমিটির সভাপতি শুশিল ভৌতিকা, পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজাউল হক তবা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে নুরুল ইসলাম দিপু, মাহমুদুল হাসান চঞ্চল, আব্দুল বাতেন, বাহার উদ্দিন, দিদার আলী, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব, অটল প্রমুখ।