আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এরশাদের মতবিনিময় সভা
আলমডাঙ্গ্রা কালিদাসপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এরশাদ আলীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর রাতে তার নিজ গ্রাম ডম্বলপুরের মানুষের সাথে মতবিনিময় কালে গ্রামবাসী এরশাদ আলীর পক্ষে সমর্থন জানিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নামার ঘোষনা দেন। এদিকে এরশাদ আলী চেয়ারম্যান নয় গ্রামের মানুষের সেবক হিসেবে কাজ করার অঙ্গিকার করেন।
তিনি বলেন, আমি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ, যদি সুযোগ হয় তাহলে আপনাদের সেবক হিসেবে সারা জীবন পাশে থেকে কাজ করতে চাই। আমরা ইউনিয়নের শেষ সিমানার বাসিন্দা। প্রত্যেকবার আমরা অন্য গ্রামের প্রার্থীকে ভোট দিয়ে এসেছি। এবার আপনারা নিজ গ্রামের প্রার্থীর পক্ষে ভোট করার পাশাপাশি ইউনিয়নের অন্য গ্রাম থেকে একটা করে ভোট করার চেস্টা করবেন। এটাই আমার সবিনয় নিবেদন।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন এরশাদ আলীর পিতা আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক,খবির উদ্দিন মন্ডল,আসিস উদ্দিন মন্ডল,মালেক মন্ডল,মকবুল মন্ডল,সাবেক সেনা সদস্য আব্দুল ওহাব,দাউদ আলী মন্ডল, আব্দুল জলিল,সাবেক মেম্বার আবু তালেব,সেকেন্দার আলী। আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন রেজাউল মন্ডল,হায়েত আলী,ইমাদুল হক,বাদল বিশ্বান,মজিবর রহমান,আব্দুর রশিদ,মজিবুল ইসলাম,নবীছদ্দীন,মশিউর রহমান,কফিল উদ্দিন মুন্সি প্রমুখ।