আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের ২৩ বছরের টগবগে যুবক শাকিল আর নেই
আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের ২৩ বছরের টগবগে যুবক শাকিল স্টোক করে মারা গেছেন( ইন্নাইল্লাহি……….রাজিউন)। ২ অক্টোবর দুপুরে তার বুকে ব্যাথা উঠলে কুষ্টিয়ায় নেওয়ার পথে তিনি মারা যান। শাকিলের অকাল মৃত্যুতে তার গ্রামসহ আলমডাঙ্গা শহর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
জানাগেছে, আলমডাঙ্গা ফরিদপুর গ্রামের স্কুলপাড়ার খাইরুল মন্ডলের ছেলে শাকিল শাহ(২৩) গতকাল গ্রামের একটি মাদ্রাসায় ক্লাস নেওয়ার সময় বুকে ব্যথা অনুভব করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন।
শাকিল শাহ ইলেকট্রিক্যাল ডিল্পোমা শেষ করে চাকুরীর চেষ্টা করছিলেন। তিনি গ্রামের একটি মাদ্রাসায় স্বেচ্ছা শ্রম দিয়ে পড়াতেন। তিনি পড়াশোনা বাদেও সামাজিক নানা কর্মকান্ডে জড়িত ছিলেন। গ্রামে দল করে ফুটবল, ক্রিকেট ও স্থানীয় গ্রæপে নাটকেও অভিনয় করতেন।
শাকিল শাহ দুই ভায়ের মধ্যে ছিল ছোট। বড় ভাই শামিম আলমডাঙ্গায় গার্মেন্ট ব্যবসায়ী।
শাকিলের মৃত্যুতে তার পরিবার, গ্রামবাসীসহ বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল শনিবার বাদ মাগরিব জানাযা শেষে গ্রামের কবরস্থানে লাশ দাফন করা হয়। তার আত্মার মাগফিরাত কামনা করে সকলের দোয়া চেয়েছেন পিতা খাইরুল ইসলাম।