আলমডাঙ্গায় যুবদলের কমিটির ঘোষনা দেওয়ায় প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কেন্দ্র ঘোষিত আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের কমিটি ঘোষনা দেওয়ায় আলমডাঙ্গায় প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার হাজিমোড়স্থ চাতালে আলমডাঙ্গা উপজেলা যুবদলের নেতৃবৃন্দের আয়োজনে প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক মাগরিবুর রহমানসহ বক্তরা বলেন, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি ও সম্পাদকের স্বাক্ষর ও সীলবিহীন কমিটি কোনভাবেই মেনে নেওয়া হবে না। গত ৩ বার সংসদ নির্বাচনে কোথায় ছিল এই কমিটির নেতাকর্মিরা। আমরা নির্বাচনে বাড়িতে ঘুমাতে পারিনি। গত কয়েক বছরে বহু আন্দোলন সংগ্রাম হয়েছে। কাউকে খুজে পায়নি। হঠাৎ করে আর্বিভাব হয়ে দলের বড় পদ দখল করা কমিটি দলের ত্যাগী নেতারা মেনে নেবে না। এই কমিটি বাতিল করে গঠনতন্ত্র অনুয়ায়ী নতুন কমিটি গঠনের দাবী জানান তিনি।
প্রতিবাদ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুবদল নেতা মঞ্জুরুল করীম, সুন্নুত আলী সেলিম, সালাউদ্দিন, আতিয়ার রহমান চিনি, আব্দুর রাজ্জাক, আবু তাহের, আমিরুল, রাশেদ, আলম, আনিস, আনার উদ্দিন, জনি, শামীম রেজা সাগর, নুর-ই আলম, জাহিদ, রানা, রহিত, বাবলু, রানা মেম্বার, রুমন, জামির, হাসিব, কাতোয়ার রহমান প্রমুখ।