২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

‘জলাতঙ্ক ভয় নয়, সচেতনতায় জয়’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২৯, ২০২১
120
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ‘জলাতঙ্ক ভয় নয়, সচেতনতায় জয়’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রাণী সম্পদ বিভাগের আয়োজনে মঙ্গলবার সকালে শহরের আরাপপুর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রাণী সম্পদ বিভাগের অফিসে গিয়ে শেষ হয়। পরে অফিস মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আনন্দ কুমার অধিকারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ভেটেরিনারী কলেজের অধ্যক্ষ ড. আতাউর রহমান ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সুব্রত কুমার ব্যানার্জী, হরিণাকুন্ডু উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা : মশিউর রহমান, শৈলকুপা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মামুন খাঁন, সদর উপজেলা লাইভস্টক এক্সটেনশন অফিসার তারেক মুসাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, জলাতঙ্ক ভাইরাস বহণকারী প্রাণী থেকে আঁচড় বা কামড়ানোয় আক্রান্ত হলে গুড়, থালা, পানিপড়ার নামে অপচিকিৎসা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহŸান জানান।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram