আলমডাঙ্গায় প্রতিবাদ সমাবেশ করেছে নবগঠিত উপজেলা যুবদলের নেতাকর্মিরা

কেন্দ্রীয় যুবদলের সন্মানিত নেতৃবৃন্দের বিরুদ্ধে অসত্য মনগড়া বক্তব্য উপস্থাপন করে প্রতিবাদ ও আলোচনা সভার প্রতিবাদ সমাবেশ করেছে সদ্য ঘোষিত আলমডাঙ্গা উপজেলা যুবদলের নেতাকর্মিরা। ২৬ সেপ্টেম্বর রবিবার ফায়ার সার্ভিসের পাশের চাতালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে উপজেলা যুবদলের নবগঠিত কমিটির আহব্বায়ক ও সাবেক ছাত্রনেতা খাইরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জায়েদ মোহাম্মদ রাজীব খান। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আনিসুর রহমান, আজিজুর রহমান পিন্টু, জিল্লুর রহমান ওল্টু, উপজেলা যুবদলের নবগঠিত সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন কনক।
জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান মুকুলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদলের আহব্বায়ক হাবিবুর রহমান সাদীদ, জেলা যুবদলের সদস্য ইকরামুল, সুমন, সমসের আলী, মাহাবুব, যুবদল নেতা রহিম খান, কামরুল জোয়ার্দ্দার, জামিল, রাসেল হুদা, জিয়া, শাফায়েত, সুমন, আশরাফুল, ঝন্টু, বাপ্পী, কিতাব, সালাম শাহ, সেলিম, মাকানুল, শরীফ জোয়ার্দ্দার, খালেক, সুজন, শান্তি, রাজীব, হযরত, আলতাব, মিল্টন, মিলন, ইসলাম, সোহেল, রানা, বিল্লাল, মজিবুল, সুজন, মামুন, আলা, চপল, কানন, পিনু, জাহাঙ্গীর, রবিউল প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, যাহারা দলের কোন পদেই নেই তারা কিভাবে পদের মর্ম বুঝবে। কিছু মানুষ মাছ না পেয়ে ছিপে কামড় ধরছে। কেন্দ্রীয় নেতারা যাচাই বাচাই করেই উপজেলা যুবদলের কমিটি গঠন করে দিয়েছেন।