মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ১৬
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২২, ২০২১
91
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ১৬ জনকে আটক করেছে ৫৮ ব্যাটালিয়ন বিজিবি। সোমবার রাতে সীমান্তের যাদবপুর বিওপি এলাকার কানাইডাংগা গ্রামের ব্রীজের উপর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১২ পুরুষ, এক নারী ও দুই শিশু রয়েছে। অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অপরাধে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি নড়াইল, ফেনি, খুলনা, কুষ্টিয়া ও গোপালঞ্জে। এছাড়াও অবৈধভাবে সীমান্তে পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশি নাগরিক আসাদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। আসাদুল ইসলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের আবদুল করিমের ছেলে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলার পর মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।