২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় নারী উদ্যোক্তার সিস্টার্স কিচেনের আউটলেটের উদ্বোধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১৮, ২০২১
154
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় নারী উদ্যোক্তার সিস্টার্স কিচেনের আউটলেটের উদ্বোধন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় আলমডাঙ্গা ওয়াপদায় উপজেলা মৎস্য অদিদপ্তরের সহযোগীতায় সিস্টার্স কিচেনের আউটলেটের উদ্বোধন করা হয়। মৎস্য অধিদপ্তরের আওতায় এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড-৩“র অনুমোদনপ্রাপ্ত মিনি ফিস প্রসেসিং প্লান্ট ও সিস্টার্স কিচেন বিডি ডট কম“র যৌথ আয়োজনে এ আউটলেট স্থাপিত হয়।

উদ্যোক্তা সংগঠক ফিরোজ ইফতেখারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সরকার দেশজুড়ে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নানা কর্মসূচি হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় মৎস্য অধিদপ্তরের আওতায় নারী উদ্যোক্তা দিলরুবার সিস্টার্স কিচেনের যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, সিস্টার্স কিচেনের মত আলমডাঙ্গায় আরও যেসব নারী উদ্যোক্তা রয়েছেন, তারাও হাল ছেড়ে না দিয়ে কাজে মনযোগ দিন। একদিন সফল হবেন।

বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, আলমডাঙ্গা একাডেমির পরিচালক প্রভাষক আব্দুল হাই, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা শাহিনা আক্তার, প্রধান শিক্ষক এনামুল হক, শিক্ষক মনিরুজ্জামান, সাইদুজ্জামান রাসেল, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন, নারী উদ্যোক্তা হেলেনা আক্তার কামনা, আজমেরি জাহান, সামিনা ইসলাম প্রমুখ। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মো: হাসমতুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে ফিতা ও শেষে কেক কেটে সিস্টার্স কিচেনের আউটলেট উদ্বোধন করেন অতিথিরা।

এসময় সিস্টার্স কিচেনের স্বত্তাধিকারী দিলরুবা, নুরুজ্জামান ও আজমেরি জাহান অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথিদের পুরো আউটলেট ঘুরিয়ে দেখান। ক্রেতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে ফিস চপ, ফিস ফিঙ্গার, ফিস বল, ফিস নাগেট, রেডি টু ফিস কুক, কেক, পিজ্জা, চিকেন, নাগেট, চিকেন বলসহ নানা প্রকারের সুস্বাদু খাদ্য সামগ্রী।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram