হরিণাকুন্ডুতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট, স্যালোমেশিনসহ লাটাহাম্বার জব্দ
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১৪, ২০২১
85
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের হরিণাকুÐু উপজেলার নারায়নকান্দী গ্রামে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে লাল ও আক্তার মেমবারের বালু সাম্রাজ্যে হানা দিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ।
সোমবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহ কাজে ব্যবহৃত দুইটি শক্তিশালি স্যালোমেশিন সহ লাটাহাম্বার জব্দ করে স্থানীয় তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলমের জিম্মায় রাখেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেলিম আহমেদ জানান ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন সময়ে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় এ জব্দকৃত স্যালোমেশিন ও বালু টানাকাজে ব্যবহৃত লাটাহাম্বারের মালিকানা দাবী না করায় কাউকে জরিমানা করা সম্ভব হয়নি।