মুজিবনগরে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত -৪
মুজিবনগর প্রতিনিধি ।মেহেরপুরের মুজিবনগরে দ্রুতগামী ২টি মটর-সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। আহত ৪ জনের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে মেহেরপুর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে মেহেরপুর-মুজিবনগর প্রধান সড়কে মুজিবনগর উপজেলা গেট ও মুজিবনগর থানা গেটের মাঝামাঝি স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন- জয়পুর হাটের দিলিপ হরিজনের ছেলে বকুল (২৭), মেহেরপুরের বামনপাড়ার অজয়ের ছেলে তাপস (২২) ও মেহেরপুর হালদারপাড়ার সোহেলের ছেলে রামা (২০) এবং মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের নাসির উদ্দীনের ছেলে মফিজুল (২৭)।
মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান, মফিজুল মুজিবনগর থেকে নিজ গ্রাম পুরন্দরপুরে মটর-সাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় মেহেরপুরের দিক থেকে বকুল, তাপস ও রামা মটর-সাইকেল যোগে দ্রুতগতিতে মুজিবনগরের দিকে যাওয়ার সময় মফিজুলের গাড়ির সাথে ধাক্কা লাগে। এসময় মটর সাইকেল দু’টি রাস্তার উপর ছটিকে পড়ে সবাই আহত হন।
পরে মুজিবনগর থানার এসআই ইকবাল ও এএসআই আক্তার দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের ভিতর মফিজুল, তাপস ও রামার অবস্থা আশংখ্যাজনক হওয়ায় তাকে মেহেরপুর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এদের মধ্যে মফিজুলের অবস্থা অশংকাজনক হওয়ায় তাকে মেহেরপুর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।