আলমডাঙ্গায় স্কুল বন্ধুদের সাথে চেয়ারম্যান প্রার্থী শামিমের নির্বাচনী সভা
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১০, ২০২১
82
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গা বেলগাছী ইউনিয়নে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এসএম গোলাম সরোয়ার শামিম শতাধিক স্কুল বন্ধুদের সাথে মতবিনিময় সভা করেছেন। ১০ সেপ্টেম্বর বিকালে ফরিদপুর চাঁন্দ আলীর ইট ভাটায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শামিমকে নির্বাচিত করার জন্য শতাধিক স্কুল বন্ধু একসাথে হয়ে কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন।
সভায় স্কুল বন্ধু শাফায়েত হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বন্ধু মিঠুন,শামসুল, কালাম, হাসিবুল, রেজবী, রাশিদুল, উজির, মোস্তাক, সাজু, কবীর, টগর, ওমর, রাকিবুল ইসলাম, কামরুল ইসলাম, শামীম, তারিফ, জমির, টিক্কা, মোতালেপ, রাব্বি, রানা, শাহিন, দেলোয়ার, আলমগীর, মিজানুর, রাশিদুল, শামীম, মিন্টু, মহাবুল, মারফুল, সাইদুল, মইদুল, শিপন, সাজেদুল, হাসিবুল, টিপু, পলাশ, আরফিন, রকি, রাশেদ প্রমুখ।