মেহেরপুরে মাদকদ্রব্য হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ৯, ২০২১
124
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
মেহেরপুর প্রতিনিধি। মাদকমুক্ত মেহেরপুর গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলমের নির্দেশনায় নির্দেশনায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হরিরামপুর গ্রামে অভিযান চালিয়ে হেরোইনসহ কুতুব উদ্দিন কে আটক করেছে থানা পুলিশ।
স্বাধীন হরিরামপুর মাঝপাড়ার মৃত জালাল শেখের ছেলে। জানা গেছে, সদর থানার ওসি শাহ্ দারা খান পিপিএম এর নির্দেশে এসআই (নিঃ) ইমরুল হুসাইন খান সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সদর থানা হরিরামপুর গ্রামে স্বাধীনের বসত বাড়ীর উঠান হতে ৫ গ্রাম হেরোইনসহ কুতুব উদ্দিন (৫৫) কে আটক করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মেহেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আসামীকে নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে চালান মোতাবেক প্রেরণ করা হয়েছে।