আলমডাঙ্গায় ইঞ্জিন চালিত অবৈধ যানের ধাক্কায় বৃদ্ধ আহত

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা দাশপাড়া মোড়ে অবৈধযান কলাবুঝাই ইঞ্জিন চালিত অবৈধ যানের ধাক্কা মোয়াজ্জেম হোসেন নামে এক বৃদ্ধ আহত হয়েছে। ৫ সেপ্টেম্বর দুপুরে এঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় আহত মোয়াজ্জেম হোসেনকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদি ভর্তি করা হয়।
জানাগেছে, উপজেলার দাসপাড়া গ্রামের মৃত নবীস উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন(৭০) বাড়ি থেকে বের হয়ে মোড়ভাঙ্গা বাজারে যাচ্ছিল। এসময় হারদী এলাকা থেকে কলা বোঝাই দ্রæত গতির ইঞ্জিন চালিত অবৈধ যানের ধাক্কায় মোয়াজ্জেম হোসেন রাস্তার উপর ছিটকে পড়ে। মোয়াজ্জেম হোসেনকে ধাক্কা দিয়ে দ্রæত গতির ইঞ্জিন চালিত অবৈধ যান পালিয়ে যায়। ইঞ্জিন চালিত অবৈধ যানের ধাক্কার মোয়াজ্জেম হোসেন মারাত্মক আহত হয়।
স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী নিয়ে ভর্তি করে। তার ডান হাত ভেঙ্গে গেছে এবং মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন।