৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত সাংবাদিক আতিয়ার রহমান মুকুলের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ৬, ২০২১
96
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

করোনায় আক্রান্ত আলমডাঙ্গা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক আতিয়ার রহমান মুকুলের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর রবিবার বাদ আছর আলমডাঙ্গা থানা জামে মসজিদে এ দোয়া মাহফিলে আয়োজন করা হয়।

তিনি গত কয়েকদিন আগে হঠাত অসুস্থ হয়ে পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। রবিবার আছরের নামাজের পর প্রেসক্লাবের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহমুদুল হক লিমন।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম, উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, স্বাস্থ্য পরিদর্শক মহাবুল ইসলাম, এরশাদপুর একাডেমির শিক্ষক হামিদুল ইসলাম, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীেেগর সভাপতি জয়নাল আবেদীন, সহসভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক রুনু খন্দকার, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম রোকন, সাংবাদিক গোলাম সরোয়ার সদু, সাইফুল ইসলাম উলু, প্রভাষক আমিরুল ইসলাম জয়, ডা. মহসিনুজ্জামান চাঁদ, কামাল হোসেন, আলমডাঙ্গা থানার এসআই আমিরুল ইসলাম, আলমগীর হোসেন, কামরুজ্জামান, টুকুসহ মসজিদের মুসল্লিবৃন্দ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram