সৌদি আরবে গাড়িচাপায় এক প্রবাসীর মৃত্যু
প্রতিনিধি :
Masud Rana
আপডেট :
সেপ্টেম্বর ৬, ২০২১
113
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
মাসুদ রানা,সৌদি আরব প্রতিনিধিঃসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (২৯ আগস্ট) সকালে দেশটির আল বোরাইয়া মালেক ফুয়াদ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রবাসীর নাম হাবিবুর রহমান (৩০)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। তিনি গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের ফজলুল হকের ছেলে।হাবিবুর রহমান সৌদিতে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করার দায়িত্ব পালন করতেন।
নিহতের বড় ভাই মো. শফিকুল ইসলাম বলেন, হাবিবুর এক মাস আগে জমি বন্ধক রেখে ৬ লাখ টাকা খরচ করে সৌদিতে যান। সেখানে রাস্তা পরিষ্কারের দায়িত্ব পালন করতেনঘটনার দিন সৌদির আল বোরাইয়া মালেক ফুয়াদ সড়কে কাজ করার সময় একটি গাড়িচাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান