করোনায় আক্রান্ত সাংবাদিক রহমান মুকুলের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল

করোনায় আক্রান্ত দৈনিক কালেরকন্ঠ ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সাংবাদিক আতিয়ার রহমান মুকুলের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম‘আ আলমডাঙ্গা থানা মসজিদে এ দোয়া মাহফিলে আয়োজন করা হয়।
তিনি গত কয়েকদিন আগে হঠাত অসুস্থ হয়ে পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার জুমআর নামাজের পর তার বন্ধু মহল এ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন থানা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহমুদুল হক লিমন।
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার শাহরিয়ার আহমেদ কাজল, উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, স্বাস্থ্য পরিদর্শক মহাবুল ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী শাহিন, এপেক্স ফার্মার সিনিয়র ম্যানেজার তৌহিদুল ইসলাম, ড্রাগ ইন্টার ন্যাশনালের মাহাবুব প্রমুখ।