৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা বাদেমাজু মরহুম শাফায়েত-উল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ৩, ২০২১
162
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা বাদেমাজু যুব সমাজের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও রণাঙ্গনের অন্যতম সংগঠক মরহুম শাফায়েত-উল- ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর বিকালে বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম শাফায়েত-উল- ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২০-২১“র ফাইনার খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় এরশাদপুর একাদশ ৫-১ গোলে বন্ডবিল একাদশকে হারিয়ে জয়লাভ করে।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মরহুম শাফায়েত-উল- ইসলামের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম দিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

এসময় তিনি বলেন খেলাধুলা যুব সমাজকে মেধাবিকাশে সাহায্য করে। বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড থেকে দুরে রাখে সেজন্য বেশি বেশি খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। আপনারা এলাকায় বেশি বেশি খেলাধুলার আয়োজন করবেন। আপনাদের এলাকায় খেলাধুলার আয়োজন করতে যেকোন ধরনের সহযোগীতার জন্য আমাকে স্বরণ করবেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খন্দকার জিহাদ-ই-জুলফিকার টুটুূল, বণিক সমিতির কোষাধ্যক্ষ আলাউদ্দিন, এসআই কামরুল ইসলাম, পৌর কাউন্সিলর আব্দুল গাফফার, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজাবুল হক মনা, সমাজ সেবক আশরাফুল ইসলাম।

উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মহাসিন আলী, আবদার আলী,বদর মেম্বার, নিলুফা মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইউনুস আলী, জামাজামী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবলু চৌধুরী, আওয়ামীলীগ নেতা রাহাত আলী, টুটুল, জেকের আলী, সিরাজ, ডাউকি ইউনিয়নের বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক ইউনুস আলী মাস্টার, বাদেমাজু যুবসমাজের জয়নাল আবেদীন, মনোয়ার হোসেন খোকন, সোহেল রানা, সেন্টু, জাকির, ইয়াহিয়া, জহুরুল ইসলাম, প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram